মাঠ ভরা ধান আর
বুক ভরা গান।
কে যায় গরু নিয়া
রাখাল তার নাম।
ভোরের সূর্য কিরণ
যখন পড়ে মাঠে।
মাঠের দ্বারে ভয়ে যায়
সন্ধ্যা শেষে ফিরে।
মাঠ তার আপন ঘর
মাটি সোনার হীরা।
কাঁদায় মিশে কে খুঁজে
এমন স্বপ্নের দিশা।
সে যে আমার রাখালিয়া।
রোদ আর বৃষ্টি
যা হয় সেথায়।
মাঠের দ্বারে তার
থাকা বড় দ্বায়।
ইচ্ছা গুলো আকাশ চূড়া
কুড়ের ঘরে বসে।
স্বপ্ন গুলো আজ অসহায়
রাখালিয়া বলে।
**সমাপ্ত**