ভাত দাও,
ক্ষুধা লেগেছে মোর।
যে ভাতে ক্ষুধা নয়
সুধা মিটে মোর।
ভিখারি র থালায়
পয়সা মিলে।
ক্ষুধা মিটে প্রাণ
এই ত্রানে মিটিবে সুধা,
কোন ভিখারি র প্রাণ।
যাকাতের অর্থ রত্ন
বিলায় আজ মাঠে,
দায়িত্বের মূল্যবোধ
সবাই গেছে ভুলে।
এভাবে মিটে ক্ষুধা,
এক বেলায় ভাত।
আবার ও অনাহারে
কাটে কতো রাত।
ভাত নয় অধিকার,
দাও যদি মোরে।
হয়তো ক্ষুধা নয়,
সুধা মিটিবে তবে।
সমাপ্ত
>>>$<<<