পৃথিবীর বুকে সর্ব আপন
অচিন হয়তো কেউ।
বাঁধনে বাঁধিয়া ঘর
কেউ আজ মোর আপন
কেউ হয়তো পর।

যেথায় বাঁধ ঘর
খুঁজো  সেথায় তারে।
নতুন কেউ দাড়িয়ে আছে
আপন ঘরে রাখ তারে।
দিক এর পথ ধরে
দিগন্তে খুঁজে দেখ
নিত্য দিনে হবে কেউ নতুন চেনা।

আপন তো চেনা নয়
চিনতে হয় তারে।
গোলাপ তো আপন নয়
আপন বলি তারে।
নতুন চেনা আপন হয়
নিত্যদিনে মোর ধরাতে।
দূর আকাশের চন্দ্র আপন
বসিয়া থাকে কষে।
তারে হয়তো চেনা হলো
রশ্মি আলোয় হাসে।

ধরার মাঝে সর্ব আপন
অচিন হয়তো কেউ।
নিত্যদিনে খুঁজে দেখ
নতুন চেনা হবে কেউ।

       **সমাপ্ত**