মা আমার নারী জাতি আজব এক প্রানী
অনাহারে সুখ খুঁজে পাই সবার সুখের মাঝি।
পাতিল নড়ে শূন্য হলে ক্ষুধা মিটে সবার
না খেয়েও খেয়েছে বলে কাটিয়ে দেয় বার।
মায়ের মুখের চাপা কান্না কেউ দেখে না ভবে
হাসি যে তার রক্তে মিশা দেখবে কেমন করে।
দুঃখ চাপা আজব প্রানী দেখবে তুমি ভবে?
মা হারালে বুঝবে তুমি বুঝবে একদিন সবেই।
সবার মতের সমান দাম,ভাগ বন্টন খেলায়
মা যে আমার বিষণ পাঁকা সর্বসম বেলায়।
মায়ের কাছে ভালোবাসা হয়না কবু কমা।
মা যে আমার বিষণ জেদি করে জাদু টনা।
মা আছে যার দুঃখ কিসের সর্গ আছে তার
সবাই যদিও করে হেলা মা হয়না বোর।