সকালে উঠিয়া দাও নিজ কাজে মন
আজকের কাজ যেন থাকে না আর কাল।
ছাত্র হলে পারে, বই নাও হাতে,
মন দাও পড়াশোনা ফাঁকি নয় তাতে।
জেলে ভাই ধরো মাছ,জাল পেলো মেপে
আলসে হলে পারে ,পুঁটে মাছ কপালে।
চাষী ভাই করো চাষ,মাঠে ফেলায় দান,
রৌদ্র কে জয় করে,পাবে সোনার ফসল।
শ্রমিক ভাই নিজ কাজে হও যদি সেরা,
কাজেই খুঁজবে তোমায়, হবে নাতো হেলা।
মন দিয়ে খুঁজে কবি,কবিতার ছন্দ,
কি হলো,কেনো হলো,আর কতো কি,
আসল রহস্য ফেলে ধন্য হয় কবি।
নিজ কাজ যতই কঠিন,পাও যদি ভয়
সে কাজে আসবে না সাফল্যময়।
যতই কঠিন কাজ,করো নাতো ভয়,
দিনের কাজ দিনে করো, সুদ্ধ সময়।

            ** সমাপ্ত**