পঞ্চাশ অক্ষরের জীবন তরী তে
ত্রিশ লক্ষ গিয়েছে প্রাণ।
প্রতিটা শব্দ নক্ষত্র নয়
অমূল্য অসীম তার দান।
কোকিল সুরে বাংলার গান
উচ্চারিত এই কন্ঠের ধ্বনি
উচ্চস্বরে বলার জন্য
ত্রিশ লক্ষ প্রাণে
এই স্বাধীন জন্মভূমি।
আঁকাবাঁকা পথে নদীর চলনে
শেওয়ালি শাপলার বহুরুপ
একটি ফুলের জীবন প্রাণে
স্বাধীনতার ঘোষক
বঙ্গবন্ধু শেখ মুজিব।
খাদ্য,শিক্ষা,বস্ত্র,বাসস্থান
এমন মূখ্য জীবনধারায়
উর্দু শাষিত কালো হাত।
নির্যাতিত নির্ভীক সোনার গাঁয়ে
চাপিয়ে দেওয়া বাংলার বনে
উর্দু শাষিত নতুন রূপ।
অমানবিকের বিরুদ্ধে যুদ্ধ করে
করুনা নয় পেলাম নায্যদাবি।
তার ধারায় অকুল প্রাণে
আমার জন্মভূমি।
***সমাপ্ত***