নদীর দেশে গাঁয়ের মানুষ
সরল কুঁচি মন।
চার পাশের প্রকৃতি তার
সাত রাজার ধন।
চার দিকে আছে বহু মাঠ আর মাঠ
সবুজ মাঠে করছে তারা
ফুল ফসলের চাষ।
দুঃখ কষ্ট নিয়ে কাটে,
তাঁদের বার মাস।
রাত পোহাইলে শুনা যায়
দোয়েলের সুর।
এক সাথে ওঠে যাই সবাই পরপর।
নদীর দেশে গাঁয়ের মানুষ
আর কি কোথাও আছে?
শহর যেন হার মেনে যায়
লুটাই পায়ের কাছে।
শহরের বালি ধোঁয়া নেই এখানে
আছে শুধু ফুল সুবাসে ফুলের মেলা।
ধনী গরীব নেই ভেদা বেধ
শহরের মতো।
সবাই শুধু মাঠে যাই
স্বপ্ন বাঁচার জন্য।
হিংসা বিভেদ হানাহানি কিষ্টি কতর নয়
চল সবাই এক হয়ে যায়
হাতে হাত মিলায়।
**সমাপ্ত**