প্রথম ছিলাম দু’জনে শত্রুর ছায়া,
কালের স্রোতে বন্ধুত্বের মায়া।
তারপর বাঁধল দু’হৃদয়ের পথ,
অদ্ভুত এক সম্পর্কের নতুন শপথ।
পারু আমার সাথী, জীবনের গান,
আমি তার পথিক, পথের প্রমাণ।
হোক আমাদের প্রেম পূর্ণতার রূপ,
এই প্রার্থনা করি, ভগবান, অশেষ কৃপা দাও মূক।