তোমার চোখে মায়ার মেলা,
তাকালে থেমে যায় সময়ের ঢেলা।
হাজার বছর কাটিয়ে দিতে চাই,
তোমার চাহনি জুড়ে স্বর্গ পাই।
কুঁকড়া চুলে বসন্তের গান,
তোমার স্পর্শে জাগে প্রাণ।
ঝরায় যদি হাসি মিষ্টি,
আনন্দে ভরে উঠুক বৃষ্টি।
প্রথম প্রেমে ছিল হতাশা,
মন ভাঙার বেদনা—নিভে আশা।
তারপর এলো বাবার শোক,
হৃদয়ে জমল গভীর ঝড়ের ঝোক।
তারপর তুমি, যেন নতুন ভোর,
তোমার প্রেমে জীবন পেল আলোছোঁয়া কর।
তোমাতেই মিলে জীবন সুখের গীতি,
তোমার নামেই লিখি এ জীবনের প্রীতি।