ডুবন্ত সূর্য মানেই দিন হারিয়ে যাওয়া নয়..                            
নতুন দিনের সূচনাও হতে  পারে।

ডিম ভেঙ্গে যাওয়ার মানে ডিম শেষ হওয়া নয়..
নতুন অতিথির আগমনও হতে পারে।

মেঘ কালো হওয়ার মানে আতঙ্ক নয়..
ফসলের উপকারও হতে পারে।

লোহা আগুনে পুড়ানো মানে লোহা নষ্ট করা নয়..
নতুন অস্ত্র তৈরিও হতে পারে।

অন্যায়ের প্রতিবাদ করা মানে মানুষটা খারাপ নয়,
অন্যায়হীন পৃথিবী গড়ার লক্ষও হতে পারে।