পৃথিবীটা অনেক ভালো
পকেট ভর্তি থাকলে টাকা,

যতই তুমি হওনা খারাপ
সব অপরাধ পড়বে ঢাকা।

থাকে যদি পকেট ফাঁকা
কথা বলবে সবাই আঁকা-বাঁকা।

যায় না কোনো বন্ধুর দেখা
আপনজনও দিচ্ছে ছ্যাকা।

হয়না তো আর ভালো থাকা
মা-বাবাও খুব দিচ্ছে বোকা।

উপার্জন করতে না পারলে টাকা
জীবন হবে মরীচিকা।

পরিশেষে বলবো বাবা
ঘুরিয়ে নাও ভাগ্যের চাকা