বেয়াই সাহেব
যৌতুক দেওয়া হারাম কাজ,
হারাম আমি খায় না।
নামাজ পড়ি, রোজা রাখি
এসব আমার সাথে যায় না।

তবে ঘড় সাজাতে দিয়েন কিছু
আলমারি আর আয়না,
এসব আপনার মেয়ের জন্যই
আমার জন্য চাই না।

সফা, শোকেস নাহয় দিয়েন পরে
তাতেই খুশি ভীষণ
তারাতাড়ি দিয়েন শুধু একটা
রঙিন টেলিভিশন।

সাইকেল নাহয় দিয়েন একটা
স্কুল যাবে নাতি
বর্ষাকালে দিয়েন একটা
সুন্দর দেখে ছাতি।

গ্রীষ্মকালে দিয়েন ফ্রিজ
খুশি হবে মন
নাতি-নাতনি গেইম খেলবে
দিয়েন মোবাইল ফোন।

একটা নাহয় দিয়েন এসি
গরম সহ্য হয়না
বিদেশ যাওয়ার টাকা দিয়েন
ধরলে ছেলে বাইনা।

আরও কিছু টাকা দিয়েন
করবে বড় বাড়ি
সাইকেল নাকি ভাল্লাগে না
দিয়েন মোটরগাড়ি।

কথা আমার মানতে পারলে
তবেই আমি রাজি
আপনি এবার রাজি হলেই
ডাকতে পারি কাজি।