বুঝলে খোকা?

ছিলো না মোদের
কোনো ছাতা
স্কুল যেতাম ছিরে
কঁচু পাতা।

চারিদিকে ছিলো শুধুই কাঁদা
পায়ে ছিলো না কোনো জুতা।

তিনটা বইয়ের একটাই খাতা
কলম ছিলো, ছিলো না মাথা।