জানি, সকালের রোদে তুমি বিছানায়
জগতের সমস্ত রটনা তুলে বাক্সে
ভাবছো, এই কবিতা তোমার জন্যে লেখা
ভবঘুরে একটা কবি তুমি, জানো? লগ্নভ্রষ্ট।
এ কবিতায় পথ গেছে বেঁকে সমুদ্রের দিকে
একান্তই কারো পানে গিয়ে বইছে সমীর দিগ্বিদিক
গল্পের নাম নেই, ফুটন্ত জলের মতো
বাষ্প হয়ে উড়ে গেছে।
গন্তব্যহীন নতুন নদী, ফোয়ারার জলের মতো
বইছে হাওয়ায়, উড়ছে গগনপানে।
তবে বৃষ্টি হয়ে আসবে কি ফিরে?