অদ্যাবধি
তোমার নাম নিতে ভুলিনি
কিন্তু কবিতা লিখতে ভুলেছি
আজ দুদিন
আমি কবিতাবিহীন
আকাশের সূর্যের মতো জ্বলছো
আমি আলোকবর্ষ দূরে সরে
আমরা তারায় তারায় আলোকিত
আমাদের ভালোবাসা তারা হয়ে
জ্বলছে একাকী আপন আলোয়