বিল্কিস! তুমি পদ্মপাতার জল,
বারান্দায় তোমার প্রেমিকের জুতো,
বিশাল তারামন্ডল, পঁয়তাল্লিশ জহরত।
বকুল তারুণ্যের প্রতীক, জানোই!
বহে তৃষ্ণার্তনাদ প্রাণে, জৈষ্ঠ্যে।
বিল্কিস তুমি পাহাড়ি জুম
বৃত্তময় তোমার পৃথিবীর জাল।
বলো, তবুও প্রণয় জটিল।
বুকে তিক্ত পরিশেষ জমা।
বিল্কিস তুমি পক্ষান্তরে জখম
বকেয়া তর্জমা পুনরায় জাগাও।