ফুলের তোড়া দিয়ে দরজায় খিল এঁটে দিলাম
চায়ের কাপে আমার চেহারা দেখার ব্যর্থ চেষ্টা
আজ কাগজের বানানো ফুল দিয়ে নৌকো বানিয়ে
ভাসানোর চেষ্টা করে কিছুটা দেখলাম কিনা সন্দিহান আমি
তবে আমার কাছে আছে অমূল্য সম্পদ, একটুকরো হীরে
দিনের বেলা জ্বলে না, রাতের অন্ধকারে আলো দেয়
এই নিয়ে সময়ক্ষেপণ করতে আমি রাজি তবে
হিমেল হাওয়ায় হীরের টুকরো আমাকে টানে না
আমি চায়ের কাপে আমার চেহারা দেখতে চাই
কি জানি আমার এই বাসনা সফল হবে কি না!