শুনেছি প্রেমে পড়লে লোকে খিদে ভুলে যায়
নাওয়া খাওয়া, জীবন যাপন এলোমেলো হয়ে
একটা বিশৃঙ্খলা লেগে যায়।
মন যে বড় বিপদের জায়গা!
কিন্তু জীবনের সব রীতিমতো মেনে নিয়ে
প্রজাপতির মতো ফুল থেকে ফুলে ছুটে যেতে হয়
মধুর আশায় বা প্রকৃতির টানে,
যেভাবেই বলি না কেন।
পৃথিবীর সব গান, সব কিছু তুচ্ছ হয়ে যায়
কারণ একদিকে একটি মানুষ, আরেকদিকে ধরণী
মনের কাছে সব ভার হাল্কা
একটি মানুষের ভারসম ধরণী
এটুকু কষতে হয়নি কোনো দ্বিধা