দাড়কাক
বৃথাই দাড়িয়ে সময়ক্ষেপণে তোমার কি কোনো অসুবিধা?
না তো, কালের প্রবাহে হারাই।
নদী বয়ে যাচ্ছে, আমি সুখপাখির আশায় বসে আছি।
সুখপাখির নীড়ে হবে নাকো ফেরা
আমি কদমের দিন গুনছি, বৈশাখের রোদে গাইছি।
বৃষ্টির অপেক্ষা করা অর্থহীন।
জানি, আমি তবুও অপেক্ষা করতে চাই।
আমি দিন গুনতে চাই সোনালী রঙের অপেক্ষায়।
আমি দিন গুনতে চাই মৃদু ঠান্ডার অপেক্ষায়।