নারায়ণ! নিষ্পাপ
সংহতি সঁপি,
নিবেদনে নিতান্তই
আবেগ আছে।
বসন্ত বিলাসে,
প্রেমের পত্রে,
দুঃখ, দৈন্যের
আবেশ আছে।
মোর মনে
শঙ্কা শিথিল
হয়নি, হবেনা।
কৃত্তিকার কক্ষপথে
বেদনা বিলাপে
বিভোর বৈশাখ
আসছে, আসবেই।