কাজলরেখা
তোমার চোখে আমার মরণ ভাসে
খর্বকেশে স্মিত হেসে ভাসিয়ে উল্লাসে
তুমি এক অন্যরকম দেশে।
তোমার সবুজ আঁচল কাশফুলে হারায়
তোমার সোনালী চুল রোদে দোলায়
আঁকাবাঁকা মেঠোপথকেও হার মানায়
কাজলরেখা
মেঘের দোলায় ভেসো
রোদের তালে হেসো
পাল্কীতে চড়ে এসো
কাজলরেখা
প্রেম অনিন্দ্য মায়াবী
তোমার প্রেমিকেরা কবি
অধিবাসে তোমাতে পৃথিবী