প্রেম নিমিত্তে
তুমি পৃথিবীর শেষ প্রান্তে
একাকী পথিক হবার আশেই কি
ফিরছো আমার পাশে ?
উল্লাসে হয় কি দেব শুশ্রুষা?
অর্ঘ্যে যদি না রয় হৃদয়?
আমি দাড়িয়েছি তোমার পানে
অভিপ্রায় উপাচার নিবেদনে
কাল্পনিক ইউনিকর্ণের মতো কুয়াশাচ্ছন্ন
তুমি আমার হালখাতায়
মোহাবিষ্ট ধূম্রজালে আমরা আবিষ্ট
ফুল ফোটেনি আমাদের বারান্দায়
বা ঝরে পড়ে গেছে অজান্তেই