জানো ?
আজকে তোমার দেয়া বইটা
পোড়াতে গিয়ে ভাবলাম,
না, ছিঁড়ে ফেলি।
ছিঁড়লাম, পরে মনে হলো,
নীলক্ষেতে বিক্রি করে দেয়াই ঠিক হতো।
কিন্তু নিজেকে অশান্তিতে রেখে
কি লাভ বলো?
অগত্যা, তুমি যা চেয়েছো, তাই।
টুকরো টিস্যু পেপারের মতো
তোমার দেয়া বই
আজ বর্জ্যের কাতারে।
অন্তত কেউ তোমায় ঘৃণা করে!