০৭ ফেব্রুয়ারী,
চট্টগ্রাম রেলস্টেশন
ডিয়ার ম্যারিগোল্ড, সঙ্গতভাবেই,
কফির কাপে তোমার চেহারা ভাসেনা।
আর্ট গ্যালারিতে তুমি খিলখিল হাসিতে
দাঁড়িয়ে কল্পনা চাকমার ছবির কাছে,
জ্বলজ্বল করছিলে, তারার মতো।
কিন্তু তোমাকে দেখিনি।
মাঝে মাঝে জলের পাত্রে
দেখার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ !!
ম্যারিগোল্ড, ফুল হয়ে ফুটেছো?
নাকি, শাড়ীর রঙে একীভূত হয়েছো?
জানিও!