সোনালী আভা
তোমার আঁকাবাঁকা কারুকাজে আমি হারিয়েছি
লাল ফুল ফুটে আছে
তার আবেশে কখন আমি হারালাম
মনেই নেই, তবে রেশ কেটে গেলে
ধূসরের মাঝে থাকবে তুমি
আর ফুটবে রক্তিম কৃষ্ণচূড়া
দেখে মনে হবে,
কঠোর প্রকৃতিতেও আছে প্রেম
বাদামী হবে রঙ যখন মিশবে তুমি
ধূসরে ধূসরে, সোনা সোনায়
কুয়াশার মতো হাল্কা আবছায়া ভাসবে
আমি সেই মূহূর্তে লাল টকটকে ফুল দেখবো
এই আশায় সময়ের পানে চেয়ে আছি।