একটা জ্বলজ্বলে তারার মতো হারিকেনে
একটি জলসার তামাকের মহড়া হচ্ছে
এ-যেন জগতের তামাম মজলিশের হকিয়ত
খসড়া বাকি, এখনো মেটেনি হিসাবের দাবি
খেলাছলে বিকার এই মুহূর্তের হয়নি দফারফা
খুব বর্ণচোরা একজন মানুষের হিরণ্য দশা
সবুজ কলহে রইবার বাসনায়
সাবলীল কাব্যগাঁথা রচনায় ব্যস্ত
সানন্দে কোলাহল রুদ্ধ বেদীতে