১)

চার দেয়ালের প্রতিটি ঘরেই মানুষ থাকে
প্রতিটি বাতির নিয়ন আলোই আলো দেয়
প্রতিটি রাতের শূন্যতাই আঘাত করে
প্রতিবারেই এই আমিটা পাল্টে যাই।

২)

শহরের রাস্তায় নেই আজ মানুষের ভিড় ।
অগনিত ফুলেরা যেন হাটঁছে পথজুড়ে।
তারাদের ভিড়ে আকাশ হয়েছে ক্লান্ত।
পথিক খুঁজে পেয়েছে তার অজানা গন্তব্য।

৩)

জীবন যেভাবে যাচ্ছে ধেয়ে যাক না
তাল হারানো মাঝির নৌকো হারাক পাল
লাগুক তাতে মাতাল কিছু পাগলা হাওয়া
ঢেউ হারানো গুমরে যাওয়া মেঘলা আকাশ।

৪)

মিথ্যে ভালবাসার জোয়ারে প্রেম যখন অসংলগ্ন!
কাছে আসার গল্পগুলো মধুর হলেও
তার আকাশে চাঁদ না হয়ে,
বরং মেঘলা রোদে রংধনু
হয়ে বাচাঁটা শ্রেয়।


সফেদ বিহঙ্গ