একা রাস্তায় পথ হাঁটতেই
মনের গলিতে কাঁটা ফুটতেই
ফিরে চাই যেন পিছু বারেবার
কিছু হারিয়েছি কিছু লেনদেন
নেই দেনা পাওনার স্মৃতি এ্যালবাম।
আমি ছুটে যাই যেন ধাবমান
হারাই নিজেকে খুঁজি বারেবার
নীরব নিশীথে কিছু পাওনা
কিছু লেনদেন কিছু বায়না
রয়ে যায় যেন মনের আকাশে
দিয়ে যায় কিছু বাতাসের সাথে
মিষ্টি সুখের আলোড়ন।
আমি ভুলে যাই সকল দুঃখ
দেনা পাওনার হিসেব নিকেশ।
ফিরে যাই সুখে মনের আকাশে
নিভ্রিত প্রানে যেথা বাঁশি বাজে
খুঁজে ফিরি যেন কৃষ্ণ কানাই
মনের আবেগে কেঁদে।
প্রানের মিলনে সুখী হবো জেনে
খুঁজিনি বিশ্ব আঁকিনি স্বপ্ন
মুছে ফেলি সব জড়তা।
আমার আকাশে ফের তারা ভাসে
নতুন স্বপ্নে চারুলতা হাসে
বাচিঁবারে চায় প্রান আকুলতায়
তাই দেখে হায় মনের আয়নায়
হেসে ওঠে স্বয়ং ঈশ্বর।
-সফেদ বিহঙ্গ