সফেদ বিহঙ্গ
দিন বদলের কাঁটা তারের বেড়ায়
জীবন হারিয়ে যায় নানাবাভাবে
শঙ্খচিলের উড়ান ভাসিয়ে নেয় দূর আকাশে।
সন্ধ্যারা নামে মন খারাপের বায়না নিয়ে
আর এক আকাশ ঝকঝকে তারা নির্বাক হয়ে তাকিয়ে থাকে।
পৃথিবীটা শূন্য হতে হতে থমকে যায়।
আর মেঘলা আকাশ ঝরঝর করে ঝড়বার ভাষা খোঁজে।
দিন শেষে যে পথিক ক্লান্তিহীন সেও হাঁপিয়ে ওঠে,
যেন এক অজানা পথে পা বাড়ায়।