মুঠোভরতি ধান,অগ্রিম সম্ভাষণ।
বিদায় নীরব;
নিস্তব্ধ নিরালায়,অস্তাচল নীলিমায়
চিৎকার ছুড়ে, শান্ত কণ্ঠে বলি
হে পথিক; যাচ্ছো কোথায় ?
থাম, এইতো ঠিকানা,এই তো আবাস
ফের পথচলা;
বসন্তের বাসন্তী রঙে সেজে চলা
মৃত্তিকার মিতালিতে গাঁ মিশিয়ে দেয়া
সমাপ্তির রাজ্যকে জোর করে টেনে আনা
পরিশ্রান্ত শেকড়হীন দানবের কাছে
ফের করুণ আকুতি;
মেঘলা নিরালায়,
উপন্যাসের পাতায় খোঁজা কোন শান্ত রাজ্য,
কল্পনায় নিয়ে যায় সুদূরে
সে বহুদূরে
কোন সুন্দর মৃত্তিকার খোঁজে।
সফেদ বিহঙ্গ