নারী তুমি কাঁদছো নাকি!
জল গড়িয়ে উপচে ভারি?
সেই জলে কি নৌকা চলে?
পাল তোলা কোন স্বপ্নতরী।
নারী আমি ভীষণ বোকা
তোমার প্রেমেই খাই যে ধোঁকা
একবার নয় দুবার নয়
এ যে শত জনমের ভুলরে সখা
অ্যাডাম এন্ড ইভের কথা
কেই বা না জানে হেথা
তবুও ভাই এ যে এক এমন ব্যথা
ভাষা নেই, অব্যক্ততা।
নারী তোমার জন্যেই এই পৃথিবী
আমার সকল ভালো লাগা
সকল যুদ্ধ মান অভিমান
তোমায় ঘিরেই বিদ্রোহীতা
তোমায় ভীষণ ভালোবাসি
আদর করে কাছে ডাকি
নানান রঙে সাঁজাই তোমায়
ডাকি তোমায় ভিন্ন নামে
জাগাই প্রানে ভালোবাসা
অস্তিত্তের নিবিড়কোনে।
নারী তুমি জানো কি
তুমি আমার ফার্স্ট প্রেয়সী
তুমিই মাতা প্রানের সখা
আপন হৃদয় বহ্নি
কাছের মানুষ খুব নিকটের
খুনসুটির সেই ভগ্নী
প্রানের প্রিয় সেই তনয়া
মিত্রতারই সঙ্গী।
নারী তুমি এক আলেয়া
ভীষণ পরিপক্ক
তুমি যেন এক ছত্রছায়া
মায়ারজালে আবৃত
নারী তুমি ভীষণ আপন
নিজেরই অস্তিত্ত
তাই যায় না ভাবা তোমায় ছাড়া
একটা ক্ষণ মুহূর্ত।
নারী তুমি আছো বলেই
আজও যেন সূর্য ওঠে
আজও মানুষ স্বপ্ন দেখে
আবেগভরে হাসে কাঁদে
দিনগুলো সব রাত হয়ে যায়
রাতগুলো সব স্বপ্ন
এক পৃথিবীর সব কিছু তাই
মুহূর্তেই হয় ভঙ্গ।
নারী তোমায় সাঁজাই,আগলে রাখি
তোমার জন্যে যুদ্ধে মাতি
তোমায় ভেবে রাত্রি জাগি
কবিতা লিখি,গানও রচি
তোমায় দেখি মুগ্ধ হয়ে
আঁকি হৃদয় স্বপ্ন
তোমার জন্যে এক পৃথিবী
রচি আমার স্বর্গ।
নারী তুমিই ছিলে,তুমিই আছো
তুমিই সদা থাকবে
তোমায় ছাড়া আমায় ভাবা
নির্ঘুম এক স্বপ্ন।
সফেদ বিহঙ্গ