জীবন কখনোই কারও জন্য থেমে থাকেনা।
জীবনের গতিতে সে বহমান এক নদীর ন্যায়।
পৈশাচিকভাবে সত্যি হলেও
আমরা নিজ মাকে মাটি চাপা দিয়ে এসে ভাত খেতে বসে যাই।
ক্ষুধা এমন এক বস্তু যা আবেগকে অত্যন্ত কঠিনভাবে নিয়ন্ত্রণ করে।
অনেকটা ক্লান্তির পর শরীর এবং মন দুই যখন ক্লান্ত ও দূর্বল হয়ে পড়ে ।
ক্ষুধা, তৃষ্ণায় এ শরীর মন যখন বিষাদগ্রস্ত।
ক্লান্ত মন নির্জীব হয়ে গেলেও মাংসপিণ্ডের এ দেহ ঠিক মনে করিয়ে দেয়।
খাদ্যের প্রয়োজনীয়তা, বেঁচে থাকার লড়াইয়ের কথা।
প্রকৃতি অনেক হিংস্র।
সব কিছু ভুলিয়ে দেয় মাটি চাপার সাথে সাথে
বেঁচে থাকতে শিখিয়ে দেয় যেন নিজ তাগিদে।
জীবন পদ্ম পাতায় টলমল করা শিশির বিন্দু।
কিন্তু জীবন যুদ্ধে বিভোর হয়ে আমরা যেন তা ভুলে যাই।
যে পদ্মফুল হয়ে কাঁদায় জন্মে সে হয়তো সৌন্দর্য কি তা জানে;
লোকমুখে অসংখ্য প্রশংসাও সে শুনে ।
কিন্তু তা উপলব্ধি করার সুজোগ তেমন আর হয়ে ওঠে না।
কাঁদার পঙ্কিলতা সে ধুয়ে মুছে কখনোই বিলীন করে দিতে পারে না।
মানবজীবন তো পদ্মফুলেরই রূপক ছবি!
জীবনের জটিল অনুভূতি মানবীয় চিন্তাধারা দিয়ে
কিছুটা হয়তো উপলব্ধি করা যায়
কিন্তু তার প্রকটতা নাড়া দিয়ে যায় এমনভাবে
তা যে কতটা কঠিন! কতটা নির্মম!
মানুষ তা নিজ জীবন দিয়ে উপলব্ধি করে।
আমি আকাশকে বড্ড বেশি ভালোবাসি।
কেননা তার তুল্য উদার বিশাল
এই জাগতিক জগতে এমন আর একটিও দেখি না।