জীবনের কাঁটাতার পেরিয়ে
যবে দেখা হবে তোমার আমার
তখন হয়তো অনেকটা সময়ই
পাড় হয়ে গেছে এ জীবনের
তখন হয়তো তোমাকে দেবার মত
কিছুই নেই আমার।
নিজের এই রক্ত মাংসের দেহ
বয়ে নেয়াই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ভীষণভাবে ভেঙে পড়েছে
দেহ মন আত্মা হয়তো সবকিছুই
তাওতো তা থেকে উত্তরণের
কোন পথ দেখি না।
জীবন মুহূর্তেই কত কঠিন হয়ে যায়
আবার মুহূর্তেই হয় ফাঁকা
কোন প্রিয়জন হারানোর ধাক্কাটাও তো
হটাৎ পেলে সে বয়ে নেয়া বড় কঠিন হয়ে দাড়ায়।
সময়ের সাথে সাথে
সব ক্ষত নাকি ভরে যায়
আমি তো দেখি
ক্ষত সেই দগ দগে অক্ষতই রয়ে যায়
কেবল সময়ের সাথে সাথে
তা বয়ে নেয়াটা অভ্যেস হয়ে যায়।
জীবন অদ্ভুত।
সময় জীবনকে অনেক কিছুই শিখিয়ে ফেলে নিমেষেই।