রোজ চেয়েছি তোমাকে
প্রতিদিন প্রতিক্ষণে
ছিলাম বিষন্ন, একাকী ক্লান্ত
বিষাদগ্রস্ত দেহে
তোমার কাছে চেয়েছিলাম ঠাঁই
কিছুটা আশ্রয়
ভালোবেসে, ছিলো অভিমান!
তুমি কেন নেই তাই!
তোমাকেই যে চাই
বলেছিলাম শত চিৎকারে।
পেয়ে আজ যেন খুব অসহায়
বিষাদগ্রস্ত, ক্লান্ত।
এভাবে চাইনিতো !
তুমি এলে আর সুখ কেড়ে নিলে
চিন্তাক্লিষ্ট আমি।
তাই মনে ভাবি
চাওয়াটাই কি ছিল ভুল!
ভুল করে চাওয়ার প্রাপ্তিটা
কেন এমন করে দিলে?
ক্ষমা করো এ আমায়
তুমি ফিরে যাও তোমার দেশেই
একাকী আমায় ছেড়ে।
আমি বেশ আছি, খুব ভালো আছি
দেখে গেলেই তো এসে!
শুনছো অবসর
তোমাকেই যে বলছি!