আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে
তবে বিকেলে হালকা রোদের আমেজে
এক কাপ চায়ের আমন্ত্রণে কিছু গল্পতো হতেই পারে।
আমি বলছি না যখনই বৃষ্টি ঝড়বে আমার আকাশ কালো করে,
তোমাকে আমার দুহাত শক্ত করে ধরে রাখতেই হবে।
কেবল চাইছি তুমি বৃষ্টিতে রেইনকোট হয়ে আমায় জড়িয়ে থেকো।
চাইছি না তোমার সঙ্গ
প্রতিদিন, প্রতিনিয়ত!
কেবল চাই হাত বাড়ালেই
যেন তোমার স্পর্শ পাই।
রাতের আঁধারে ভয় পেলে
যেন কারও অনুভব গায়ে লেগে থাকে,
যার গন্ধ আষ্টেপৃষ্টে আমায় জড়িয়ে থাকে।
বলছি না ভালো বাসতেই হবে
আমি তো অভ্যেস, যা চিরন্তন
আমাতেই তোমার আমৃত্যু বিচরন।
প্রেমানুভূতি সেতো মুহূর্তের ভুল!
কিংবা নিউরন সেলের ক্যামিকেল রিআ্যাকশন।