হ্যা,
তোমাকে দেখেছিলাম (একদিন।
তারপর অহর্নিশ।)
কিন্তু তা ছিল গভীর ঘুমে জন্ম নেয়া
অবচেতন মনের মোহময় স্বপ্ন!
স্বপ্ন দেখতাম.....একটা কাচের মহল।
তাতে তুমি বিচরণ করছ। আনমনে।
তারপর অনেকদিন....দেখিনি তোমায়।
এইতো সেদিন। বাস্তবে রূপ নিলে তুমি।
ডুবন্ত সুর্যটা অস্তাচলে মুখ লুকোচ্ছিল।
আমি দেখছিলাম। তন্ময় হয়ে।
কারো পায়ের শব্দে পেছনে তাকালাম।
দেখলাম....স্বপ্নের দেখা সেই পরীটা-
মানে তুমি। দাঁড়িয়ে আছ।
দু'গজ পেছনে!
পেছনে তাকালাম।
ডুবন্ত সুর্যটা সেখানে নেই!
তোমার দিকে তাকালাম। তুমিও নেই!
চারপাশে তাকালাম। নেই! কোথাও নেই।
মাটি'র দিকে তাকালাম-
যেখানে দাঁড়িয়ে ছিলে-সেখানে।
দেখলাম-
একটা বস্তু।ধুলোই জড়ানো-মলিন।
তুমি কি জান-কি ছিল সেটা?
একটা বীজ-ভালবাসা'র বীজ।
সেটা তুলে নিলাম,সযত্নে।
তারপর.....সেটা রূপণ করলাম
আমার বুকের উর্বর মৃত্তিকায়।
বীজ থেকে চাড়া গাছ-
যথানিয়মে তা বড় হল।
এখন সে গাছে একটা ফুল ফুটেছে!
যে ফুলটা দেখতাম-স্বপ্নে
তোমার চুলের খোঁপা'য়।
ঠিক সেটার মত।
আজ-এ ছুটির দিনে-আমাদের পুনর্মিলনে,
সে ফুল হতে
কয়েকটা পাপড়ি যদি-তোমাকে দেই
তুমি কি নিবে????