আকণ্ঠ নিমজ্জিত আমি
কখনো মদ্যে, কখনো স্বপনে বিভোর
তোমাকে নিয়ে।
জর্জড়িত আমি তোমার দৃষ্টিতে
যেন তীরের মত ও দৃষ্টি
তোমার চোখের পাতার মিলনে
আমি ধনুকের ছিলার শব্দ শুনি।
যেন বিদ্যুতের দ্যুতি, আর শিহরণ
তোমার পরশে।
তোমার শরীরের গন্ধ মাদকতা এনে দেয়
আমার দেহ-মনে।
আমি ভায়োলেটের পাপড়ি র গন্ধ পাই।
বিমোহিত হই।
আমি বারবার প্রেমে পড়ি
তোমার ওই চাহনির
তোমার গন্ধ'র।
তোমার হেটে আসার ছন্দে
আর তোমার ফিরে যাওয়ার তাল
যেন ঢেউ খেলে যায়।
আর জোয়ার ভাটা আসে
আমার মনে-দেহে
মস্তিস্কে অক্সিটোসিন ক্ষরণ হয়
ছড়িয়ে পরে রক্তে।
আমি প্রেমে পড়ি
আর ভালবাসি, বারবার।