আবার আসিলাম কবিদের এ আসরে, লম্বা ছুটির পর
সহসা পড়িল মনে, অকারণে, হুহু করি কাঁদিছে অন্তর।
আমি-হীন এ সময়, কেউ কি ভেবেছিলে মোরে, ভুলে?
আমি ভেবেছি যদিও, ব্যস্ততায়, লিখিনি কলম তুলে।
হঠাৎ আবিলি ভুলি, শূন্য হৃদয় মেলি, তোমাদের পানে
এনেছি এথায়, একটু পরশ, একটু আবেগ, বুলাও এক্ষণ।
এ পারে উতলা আমি, উপেক্ষিত-অপেক্ষায় আমি, তোমাতে
রয়েছি চোখ বুঝে, শুনাও সান্ত্বনা, আলিঙ্গন করো দু-হাতে!