১৯/১১/২০২০ খ্রিঃ।
দৃষ্টি মেলে দ্যাখো-
পৃথিবী কতটা রোগা হয়েছে,
বৃক্ষরাজি ক্যামন শুকিয়ে গ্যাছে,
পাহাড়গুলো ঝরা তুলার মত ভাসছে।
হয়তো এখনই সপ্তর্ষিমণ্ডলের
সাতটি তারা একে একে খসে পড়বে।
তোমার হয়নি এখনো?
টিপটা ঠিক মাঝখানে বসেনি?
শাড়ির পাড় সমান হয়নি!
কাজল টা লেপ্টে আছে বোধহয়,
দাঁতে লিপস্টিক লেগেছে?
বেলা যে বয়ে যায়,
শেষ ট্রেনের হুইসেল বাজছে।
কি ছেড়ে এসছো?
চশমা? চাবির গোছা?
নাকি অতৃপ্ত বাসনা!
অপূর্ণ সাধনা!
বড্ড দেরি হয়ে গ্যালো আমাদের।
এক কাহণ প্রহর জেগে-
বিভোর ঘুমে বিনিদ্র গোরস্তান,
অকাল বার্ধক্যে নূয়ে গ্যাছে হিমালয়।
তবু দেরি তোমার!
আমাদের যত কথা ছিল লিখেছি পুরনো পুঁথির গায়ে।
যা কিছু বলার ছিল ফুরিয়েছে শব্দ অপচয়ে।
যত ঋণ ছিলো ধুয়ে গ্যাছে মরা নদীর বানে।
যত মত ছিলো বিলুপ্ত ভুল কাব্য চয়নে।
এবার তবে চলো সখী,
উঠে যাই আলোর রথে-
নতুন পৃথিবীর পথে।