সব্যসাচী জামান
০৪/০৩/২০২১ খ্রিঃ।

যেখানে দিগন্ত
নূয়ে পড়ে জমিনে,
তার ব্যাকুল ডাক
শুনি সেখানে।
তখন আমার
অস্থির সন্ধ্যা
শ্রাবণ হয়ে ঝরে।

সুদূর নীলিমায়
তার ম্লান মুখ,
চিত্রপটে আঁকা
অখন্ড সুখ-
গভীর মমতায়
অন্তরাত্মায়
বৃষ্টির মত পড়ে।

তোমার নিগুঢ় মিলনের
আহ্বানে মগ্ন সমীরণ,
সহসা কালবোশেখির
কালো কালো নির্জন
ফনায় মুহুর্তে
বিষনীল হয়ে গাঢ়
আাঁধারে ডুবে মরে।।