সব্যসাচী জামান
১৮/০৮/২০২২ খ্রি:।
একটা আকাশ কিনতে চাই,
অনেকেই নদী কেনেন, কেউ
আবার পাহাড়।
আমার আকাশের শখ হলো!
নিজস্ব আকাশ, যেখানে শাদা শাদা
মেঘ তুলোর মতো ভাসে।
অপরাহ্নের ঈগলের ডানায় ক্লান্ত
রৌদ্র হাসে।
প্রচ্ছদ জুড়ে কেবলই নীল, অবারিত
নীল ক্যানভাসে প্রজাপতির মতো উড়ে
বেরায় হরেক রঙের পরী।
মিতা, তুমি আসবেতো?
আমার আকাশ দেখতে?
আমৃত্যু সাথী হবো
হারানো নক্ষত্র খুঁজে খুঁজে।
কতদিন বাঁচা হয়না একসাথে!
পৃথিবীর সব ঋণ
শোধ হবে একদিন
ঘোর জোছনায় ধুয়ে যাবে
মরনের স্বাদ।
যতটুকু স্বপ্ন গেঁথে দিলে মানুষ বাঁচে বহুদিন,
ততটুকু প্রেম দিও-
অধর ছাপিয়ে- অকূল, গহীন।
তোমার প্রেমের স্ফটিক হাজার বছর ধরে
তারা হয়ে জ্বলুক আমার আকাশখানি জুুড়ে।