27/06/2017

তবু একদিন গাঢ় আকাশ ভেঙে পড়ে কুৎসিত বিকেল টার উপর।
দু'টি মায়াবী বাদুড় ঝুলে থাকে স্বপ্নের কার্নিশে।
মখমলের মত সাদা সাদা কাশফুল মাড়িয়ে বহুদূর ছুটেছি দিগন্ত ছোঁব বলে।
তোমরা বলেছিলে, স্বপ্ন ছাড়িয়ে গেলে আকাশ ধরা যায়।
আমি নিরন্তর ছুটেছি ফুটফুটে স্বপন ধরব বলে।
কতটা আবেগী হলে অহংকারী চাঁদ হাতে আসে?
জোনাকির ঝাড়ে এখন উই পোকা উড়ে।
মৃত কেঁচো টা হলুদ রোদে পুড়ে যায়।
আর কালো কালো আঁধারে আমার আদিম জিঘাংসা পূর্ণতা পায় -
এর চেয়ে বেশী কিছু নয়।
দিগন্ত ছুঁতে পারিনি, পাইনি ডাইনী চাঁদ।
বেহায়া আকাশটা মুখ ভেংচায় আজও।।