সব্যসাচী জামান
০৭/০২/২০২১ খ্রি:।
লিত্তি খোয়াব ভাংগায় যেই রাজপুত ঘুমঘোরে,
অরে তুমি চিনবার পারো নাই আলোর ভীড়ে।
যহন ফকফকা আরশির ভিতরে হ্যার ছায়া লড়ে,
পরানডা মোচর দিয়া উঠে নাই?
বুকের নিঝুম অন্দরে
কইলজার আরও গভীরে
খচ কর্যা উঠে নাই?
যদি ভর দুপুরে তারে কেউ আচানক মারে টান,
ভাটার উনুনের লাহান ভিতর বাইর জ্বলে ক্যান?
নিমিষে মড়কে সাবাড় করে শখের উদ্যান!
তহন মাথায় বাজ পড়ে নাই?
পাষানে বাইন্ধ্যা হিয়া
খিড়কি দুয়ার দিয়া
হিজলের ডালে ঝুলতে চাও নাই?
হৃদয়ের কারবারে এমন ব্যাচা কেনা-
লাভ ক্ষতির হিসাব মেলেনা,
বাড়ে শুধু দেনা।।