সব্যসাচী জামান
০৩/০২/২০২১ খ্রি:
আঁচলে বাইন্ধ্যা সোনার ছুড়ন
বিছরাও তুমি আসমান জমিন।
যার বাসা বুকের অন্দরে
তারে তালাশ করো বন্দরে।
হাতের নাটাই দিয়া ছাইড়া
জানডা দ্যাও ধরফড়াইয়া।
পরানডারে পারোনা বিকাইতে গঞ্জের মেলায়?
বারবার হারো তুমি কোন সে খেলায়?
হেরে হেরে জিতে যাও হৃদয়ের বাজিতে।
কার ছায়া ঝিলিক মারে মনের আরশিতে?
হিয়ার ভিতরে থুয়্যা আন্ধারমানিক
ক্যান উড়াল দ্যাও মাইল খানিক?
তোমার কি নাই ঘরবসতি জমিনে?
বিয়ানে লুকাতে চাও সাধের কফিনে!
বাহে, মানুষ এমন আজব ক্যানে,
উজান গাঙে উল্টা বৈঠা টানে।