28/06/2017

এখন আমার রক্ত জুড়ে অশরীরী আত্মার উম্মাদনা।
বিবর্ন গলিত এক মৃতের শারীরিক গন্ধ চারিপাশে।
এ মৃতের গল্প তোমরা শোননি কখনো -
এক গাছা দড়ি হাতে যায়নি সে অশত্থের তলে।
কলেরা নয়, ট্রাক চাপা নয়, নয় ট্রামে কাটা তবু
কি অপরুপ সুখ নিদ্রার আশায়
সাদা কাফনে মোড়া জীবন বিলাস।
ডাহুক ডাকা ভোর, মহুয়া মাতাল বাতায়ন কিংবা
জলপাই বনের মর্মর তান- পিছু ডাকেনি?
অথবা কচি শিশুটির আধো বোল, এক কাশফুল নারীর
মেহেদি রাঙা হাত নতুবা ঝাপসা হয়ে আসা মায়ের মুখ, তাও নয়!
অবিচল না ভাঙা ঘুমের দেশে গিয়েছিল সে
ফেনায়িত মুখে সাদা সাদা বড়ি নিয়ে।
তাই মরনের খাটে শুয়ে ক্লান্তিহীন সুনিদ্রা!
নাই বুঝি অবসাদ, বিষন্নতা, জীবনের নেশা।
এমন সুখ চেয়েছিল সে।।