বাতাসে ভেসে আসে
কত যে সুভাস,
শিশির তো সুখ পায়
পেলে নিচে ঘাস।
সুভাস তো সুখ পায়
বাতাসে উরে,
শিশির তো ঝলকায়
ঘাসেরি ঘারে।
সূর্য্যের সূচনা যখন
পূর্ব দিক টায়
শিশির তো মুছে যাই
দুপুর বেলায়।
শিশিরের নিশ্চল
হলে মাটিতে,
থাকেনা তো স্বৃতি তার
এ পৃথিবীতে।
ঘাসে যদি হয় তার
শেষ নিশ্চল,
তবেই তো থাকে তার
কিছু আয়ু বল।
ঘাসে যদি না হয় তার
শেষ আর্ভির ভাব,
তবেই তো সে মুছে যায়
এটা তার স্বভাব।