এই তোকে কী বলেছিলাম,
তোকে না আমি ডেকে ছিলাম ?
বলেছিলাম তোকে আমাকে ঘুম পাড়াতে
যে ঘুম হবে না আমার কারো সাথে,
একা একটি ঘরে ঘুমাবো আমি
যে ঘুম হবে সবচেয়ে দামি।
উঠার জন্য ডাকবে না কেহ
ধরতে পারবে না আমার ছোট্র দেহ,
থাকবেনা কোন মশার উৎপাত
খেতে হবেনা আর কখনো ডাল ভাত।
তোকে বলেছিলাম আমাকে ঘুম পারাতে
তুই বলিস টিকেট আমার আসেনি তোর হতে।
আচ্ছা আমার প্রিয় মানুষটির টিকেট কী এসেছিলো,
যে কারনে সে ঘুম পারিলো ?
ব্লাক টিকেটে চলে গেলো
টিকেট কিন্তু ঝাল ছিলো,
যে রংঙে টিকেট ছাপিয়ে ছিলো
রংঙের একটা ঝাঝ জাতীয় গন্ধ ছিলো।
গন্ধটা আমিও পেয়ে ছিলাম,
তাইতো তোক বলতে পারলাম।
দেনা এমন একটা টিকেট আমায়
আমিও একটু ঘুমাতে যাই।
ঘুম ভাঙবেনা আমিও জানি
এখনি কী পাচ্ছি কিছু দামি,
এই সবের চেয়ে ঘুমই ভালো
ঘরটা থাকবে অন্ধকার কালো।
দেখবো না আর আজব মানব
যাদের দেখে মনে হয় দানব,
একি জতি তো আমি
তাইতো চাচ্ছি ঘুম দামি।
দেনা একটা টিকেট আমায়
আমিও একটু শান্তিতে ঘুমাই।