চারদিকে কোলাহল, আমি শুধু বসে।
কতো মানুষ- কতো পাখি, কতো কাগজের ফুল:
মেলা যেনো আজ, ছোট শিশু ধরে জনকের আঙুল।
গলা আসে ধরে;
ভিজে আসে চোখ- ভুলভাল শোকে চিনচিন করে-
বুকের বাঁপাশে,
অন্ধত্বের মতন আমায় পেয়েছে ভালোবাসবার সর্বনাশে।
চারদিকে কোলাহল, আমি তবু একা।
কতো প্রেম- প্রেমিকারা ফুল হাতে হাসে, ভালোবেসে ভাসে,
আর আমি ডুবে যা-ই, ভুল দ্রোহে- ভুল মোহে-
কথা চেপে বুকের বাঁপাশে,
আমায় পাওয়া প্রেমের অসুখ- মেঘ কালোমুখ- নিথর চিবুক, ছুঁড়ে ফেলে ঘাসে।
ভিজে আসে চোখ- ভুলভাল শোকে চিনচিন করে-
বুকের বাঁপাশে,
অন্ধত্বের মতন আমায় পেয়েছে প্রেম, সর্বনাশে।
মিথ্যে সব শব্দ, আমার শব সত্য শুধু - আর দুরাশা।
মিথ্যে ফুল, মিথ্যে বকুল, মিথ্যে ভালোবাসি-বাসা।।

এপ্রিল, ২০২৪