হয়তো কখনো
বৃষ্টি এলে জ্বর বাঁধিয়ে ভাবতেই পারি,
তুমি বেদনার প্যারাসিটামল।
হয়তো চমকে
ঘুমভাঙা চোখে মাঝরাতে ভাবতেই পারি
তুমি পাশে শুয়ে।
হয়তো কখনো
একটুখানি শিশিরের শব্দ শুনে ভাবতেই পারি,
ভোর হলো।
কুয়াশার খোপে
একটা নরম কাশফুল রেখে ভাবতেই পারি,
শরৎ এসেছে।
নিঃসঙ্গ দুপুরের ছায়ায়
নীল পরিযায়ী পাখি দেখে ভাবতেই পারি,
ঘোরমাঘে তুমি এলে।
একফালি রোদ তুলে নিয়ে
একটা নির্জন বিকেল বুনে ভাবতেই পারি,
সব ঠিক আছে।
ফেব্রুয়ারি, ২০২৫