আমার প্রেমিক হাতের মুঠোয় হাজার রাতের চুম,
তোমার আঙ্গুল ধরার ছুতোয় পন্ড হলো ঘুম।
ক্লান্ত আকাশ খোদার কাছে দুচোখ করি বন্ধ,
বেহেস্ত থেকে পরশ আসে। এ-তো তোমার গায়ের গন্ধ!
তোমার নামের ইবাদতে আদত ওগো হুর
নিরুপমা, করিও ক্ষমা, আমি যে মজবুর।
তাও আঙ্গুলে আঙ্গুল দিয়ে মাপছি ব্যাথা রোজ,
সকাল সকাল রৌদ্র ভুলে, তোমার মেঘের খোঁজ।
তোমায় খুঁজে অবুঝ পায়ে গড়ছি ভুলের কবর,
এই অসুখে সিক্ত মুখে কাটছে তারার ঘোর।
আকুল এমুখ মৃত্যুবিমুখ তোমার ঠোঁটের স্পর্শে,
এই মুনাজাত, আমার নাজাত, যেনো- তোমার বাহুয় বর্ষে।
তোমার বুকে কাটার সাথে ফুল ফোটানো ফাগুন,
আমার বুকে অনন্ত ঝড়, দাবানলের আগুন।